News71.com
 Bangladesh
 15 Sep 19, 11:59 AM
 755           
 0
 15 Sep 19, 11:59 AM

কক্সবাজারে ধরা পড়ল আড়াই কেজির ইলিশ !

কক্সবাজারে ধরা পড়ল আড়াই কেজির ইলিশ !

নিউজ ডেস্কঃ কক্সবাজারে জেলে জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছটি ধরা পড়ে। উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের বাসিন্দা নবী হোসেনের ছেলে জেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের (৩৮) জালে মাছটি ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর ৫-৬ বছর ধরে নাফ নদীতে মাছ ধরছেন। গতকাল শুক্রবার রাতে ছোট একটি নৌকায় করে ইলিশ ধরার জন্য নদীতে জাল ফেলে আসেন তিনি। শনিবার সকালে জাল তুলে দেখেন; একটি বিশাল ইলিশ। ওজন করে দেখা যায়, ২ কেজি ৬০০ গ্রাম। বাকি মাছগুলোর ওজন ৩৫০ থেকে ৫০০ গ্রামের মতো। ওই জালে ৪৮টি ইলিশ ধরা পড়ে।

আড়াই কেজি ওজনের ইলিশ শিকারি জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতি কেজি দেড় হাজার টাকা দরে আড়াই কেজি ওজনের এই মাছটির দাম চাইছি ৩ হাজার ৯০০ টাকা। আর বাকি মাছগুলো ৬০০ টাকা কেজি দাম চাইছি।’ স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ শফিক বলেন, চলতি বছর বাজারে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশগুলো ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। তবে এত বড় ইলিশ খুব কমই ধরা পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন