News71.com
 Bangladesh
 11 Sep 19, 12:22 PM
 837           
 0
 11 Sep 19, 12:22 PM

উখিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক ।।

উখিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর পালংখালী কেদারখোলা এলাকা থেকে ১৯ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ কামাল (৪২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। কামাল বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লক-১ এর শহর মুল্লুকের ছেলে। র্যা ব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বাজারের ব্যাগ থেকে ১৯ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ কামাল নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন