News71.com
 Bangladesh
 04 Sep 19, 09:04 PM
 922           
 0
 04 Sep 19, 09:04 PM

মিয়ানমারের ৪ সীমান্তরক্ষীকে ফেরত দিয়েছে বিজিবি।।

মিয়ানমারের ৪ সীমান্তরক্ষীকে ফেরত দিয়েছে বিজিবি।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) চার সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে মৈত্রী সেতু দিয়ে তাদের হস্তান্তর করা হয়।বৈঠকে কক্সবাজার বিজিবি-৩৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার এক নম্বর বিজিপির লেফটেন্যান্ট কর্নেল কে ওয়িং হ্লায়ং।

এর আগে, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ সদরের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে অভিযান চালিয়ে বিজিপির চার সদস্যকে আটক করেছিল বিজিবি। আটক চার জন হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়ানের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো ম্যায়েং (৩০), সার্জেন্ট ইয়ানাং তুন (৩১), সার্জেন্ট প্যায়াং গি (২৫) ও সিপাহী ক্য ক্য (২৮)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন