News71.com
 Bangladesh
 29 Aug 19, 12:46 PM
 821           
 0
 29 Aug 19, 12:46 PM

পরশুরাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিসহ তিন নাইজেরিয়ান নাগরিক আটক॥

পরশুরাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিসহ তিন নাইজেরিয়ান নাগরিক আটক॥

নিউজ ডেস্কঃ ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তিন নাইজেরিয়ান নাগরিক ও দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ আগস্ট) রাতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। ফেনীর বিজিবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্তে তিন নাইজেরিয়ান নাগরিকসহ দুই বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবিরসদস্যরা আটক করেন। আটকরা হলেন- নাইজেরিয়ান নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬), বাংলাদেশি নাগরিক মো. সবুর মিয়া (ড্রাইভার) (৩৭) ও মো. ইমাম হোসেন (৩৭)। জিজ্ঞাসাবাদে আটকরা জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য প্রাইভেটকার যোগে ঢাকা থেকে তারা রওয়ানা দেন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ ডলার, নগদ ১৭ হাজার ২০০ টাকা, দু’টি ল্যাপটপসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন