News71.com
 Bangladesh
 28 Aug 19, 12:21 PM
 750           
 0
 28 Aug 19, 12:21 PM

পাসপোর্ট করতে আসা ভুয়া পিতাসহ রোহিঙ্গা তরুণী আটক॥ ১ বছরের কারাদণ্ড

পাসপোর্ট করতে আসা ভুয়া পিতাসহ রোহিঙ্গা তরুণী আটক॥ ১ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ কক্সবাজারে ভুয়া পিতাসহ পাসপোর্ট করাতে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে।পরে আটক দু’জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। আটক রোহিঙ্গা তরুণী হলেন- রশিদা (১৮)। তিনি মিয়ানমারের মংডুর আবদুল আমিনের মেয়ে এবং ভুয়া পিতা মনজুর আলম কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সহকারি পরিচালক আবু নাঈম জানান, আটক দুইজন মঙ্গলবার সকালে পিতাকন্যা পরিচয়ে কক্সবাজার আঞ্চলিক পার্সপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে। এসময় রোহিঙ্গা তরুণী নিজেকে মনজুর আলমের কন্যা আসমা বলে পরিচয় দেয়। কিন্তু বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কথিত আসমার ফিঙ্গার প্রিন্ট নিয়ে সার্ভারে পরীক্ষা করা হয়। এতে জানা যায় কথিত আসমা আসলে রোহিঙ্গা তরুণী রশিদা। তার পিতার নাম আবদুল আমিন। সে একজন নিবন্ধিত রোহিঙ্গা। থাকে টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে।এরপর ভ্রাম্যমাণ আদালতে রোহিঙ্গা তরুণী ও তার কথিত পিতা মনজুরকে হাজির করা হলে আদালত তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন