News71.com
 Bangladesh
 05 Mar 24, 10:35 AM
 322           
 0
 05 Mar 24, 10:35 AM

চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে॥

চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে॥


নিউজ ডেস্কঃ অবশেষে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার মিলে লাগা আগুন। সাত ঘণ্টার চেষ্টায় রাত ১১টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভতে আরো সময় লাগবে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখান থেকে আগুন আর ছড়াবে না। আগুন পুরোপুরি নেভোনোর চেষ্টা করছি আমরা।

এর আগে সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ চিনিকলে আগুন লাগে। পবিত্র রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছিল এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পরিশোধিত ও অপরিশোধিত এক লাখ মেট্রিক টন চিনি রাখা ছিল ওই চিনিকলে। বিকালে আগুন লাগার পর চার ঘণ্টা ধরে জ্বলে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৮ ইউনিট। যখন ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হয়, তখন আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা যোগ দেন। এ ছাড়া ঘটনাস্থলে নিয়োজিত হন র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন