News71.com
 Bangladesh
 27 Aug 19, 06:44 PM
 831           
 0
 27 Aug 19, 06:44 PM

লক্ষিপুরের রায়পুরে খেলার সময় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু॥

লক্ষিপুরের রায়পুরে খেলার সময় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে খেলার সময় ডোবায় পড়ে সুমাইয়া আক্তার (৭) ও মিম আক্তার (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে রায়পুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের হালিমা মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত মিম ময়মনসিংহ জেলার বাসিন্দা মিজানের মেয়ে। সে রায়পুরের হালিমা মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। আর সুমাইয়া আক্তার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা নজরুলের মেয়ে। সেও ওই মাদরাসার ২য় শ্রেণির ছাত্রী। মিম ও সুমাইয়ার পরিবার মাদরাসা সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকে।

মিম ও সুমাইয়ার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দু’জন মাদরাসার পাশে খেলা করছিল। খেলার সময় সুমাইয়ার পায়ে কাদা লাগলে সে পা পরিষ্কার করার জন্য ডোবায় যায়। এ সময় সে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা মিম তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে ডুবে যায়। পরে সেখানে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্ব পালন করা চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার জানান, হাসপাতাল থেকে দুই শিশুকে মৃত ঘোষণার পর স্বজনেরা তাদের মরদেহ বাড়ি নিয়ে গেছেন। রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রাথমিক তদন্তেও পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাই আর ময়না তদন্ত করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন