News71.com
 Bangladesh
 26 Aug 19, 11:06 AM
 818           
 0
 26 Aug 19, 11:06 AM

কানে হেডফোন ॥ ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

কানে হেডফোন ॥ ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

নিউজ ডেস্কঃ হেডফোন লাগিয়ে রেললাইন ঘেঁষে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে এক তরুণের। রোববার ফেনী রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই তরুণের নাম এমদাদুল হক ওরফে অপু (১৯)। তিনি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের জোবায়ের আহম্মদের ছেলে এবং ফেনীর মহিপাল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে আটটার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ট্রেন ‘মেঘনা এক্সপ্রেস’ ফেনী রেলস্টেশনের কাছাকাছি পৌঁছায়। এ সময় এমদাদুল হক দুই কানে ‘হেডফোন’ লাগিয়ে গান শুনতে শুনতে রেলপথের পাশ ঘেঁষে হাঁটছিলেন। একপর্যায়ে ট্রেনটির ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। কানে ‘হেডফোন’ লাগিয়ে গান শোনার কারণে ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে মনে করা হচ্ছে। ফেনী রেলস্টেশনের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় আহত ছেলেটি বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন