bangladesh
 13 Jul 19, 01:10 PM
 102             0

রাঙ্গামাটিতে পাহাড় ধস॥ নিহত ২

রাঙ্গামাটিতে পাহাড় ধস॥ নিহত ২

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে দুইজন পথচারী নিহত হয়েছেন। শনিবার সকালে রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাউজানের নোয়াপাড়ার অতল বড়ুয়া ও কারীগর পাড়ার সুজয়া অং মারমা। চন্দ্রঘোনা থানা মারফত জানা গেছে, ভারি বর্ষণের ফলে আজ সকালে রাইখালী-বাঙ্গালহালিয়া-রাজস্থলী-বান্দরবান প্রধান সড়কে একটি চলন্ত সিএনজি ও পথচারীর উপর হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে সিএনজি পার হয়ে গেলেও দুই পথচারী মাটি চাপা পড়ে। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')