News71.com
 Bangladesh
 22 May 19, 12:22 PM
 814           
 0
 22 May 19, 12:22 PM

সেন্টমার্টিনে বিজিবিকে সতর্ক থাকার সুপারিশ সংসদীয় কমিটির ।।

সেন্টমার্টিনে বিজিবিকে সতর্ক থাকার সুপারিশ সংসদীয় কমিটির ।।

নিউজ ডেস্কঃ সেন্টমার্টিনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সেখানে টহল জোরদার করারও সুপারিশ করা হয়।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠকে কমিটির সদস্য কর্নেল (অব.) ফারুক খান বিষয়টি উত্থাপন করে বলেন, ‘সেন্টমার্টিনে টহল বাড়াতে হবে, সতর্ক থেকে ডিউটি পালন করতে হবে। পাশাপাশি বিজিবিকে আধুনিক সরঞ্জাম বৃদ্ধি করতে হবে।’কমিটির আরেক সদস্য নাহিদ ইজাহার খান বলেন, ‘আগে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসত। আর এখন রোহিঙ্গারা এখানেই রয়েছে। তাই মাদকের ভয়াবহতা আরও বৃদ্ধি পেতে পারে। এজন্য প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকতে হবে।’

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তা ব্যবস্থা, সেন্টমার্টিনে সম্প্রতি বিজিবি মোতায়েন ও মিয়ানমার থেকে আগত বাস্তুচ্যুত শরণার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী ও সক্রিয় হওয়ার পরামর্শ দেয়া হয়।কমিটি সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকদের প্রথম শ্রেণীর পদমর্যাদা দেয়ার বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।উল্লেখ্য, কিছুদিন আগে কক্সবাজারের সেন্টমার্টিন নিজেদের ভূখণ্ড দাবি করে মিয়ানমার। পরে বাংলাদেশ ও বহির্বিশ্বের চাপে তারা স্বীকার করে নেয়, সেন্টমার্টিন তাদের নিজ ভূখণ্ড না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন