News71.com
 Bangladesh
 06 May 19, 05:01 AM
 796           
 0
 06 May 19, 05:01 AM

‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ি॥

‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ি॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ মে) সন্ধ্যায় আটক রোহিঙ্গাদের নিয়ে রাত ২টার দিকে উপজেলার হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার ঢেরায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ হাজার ২০০ ইয়াবা, ২টি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও প্রায় ৭ লাখ টাকা জব্দ করেছে পুলিশ।নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাঁচা মিয়ার ছেলে মুহাম্মদ আলম (৩৫) ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মুহাম্মদ রফিক (২০)।বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা আলম ও রফিককে গতকাল রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ২টার দিকে লেদা ক্যাম্প এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

গুলি চালানোর এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। তখন ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রফিক ও আলমের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। এ সময় পুলিশের দুই সদস্য এসআই সাব্বির ও এসআই বাবুল আহত হন।তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২ হাজার ২০০ ইয়াবা, ২টি দেশিয় তৈরি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও মাদক বিক্রির ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা পাওয়া যায়।গুলিবিদ্ধ মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন