News71.com
 Bangladesh
 04 May 19, 04:04 PM
 901           
 0
 04 May 19, 04:04 PM

৩০ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু চট্টগ্রাম বন্দর॥

৩০ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু চট্টগ্রাম বন্দর॥

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ফণির প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ শনিবার বিকাল থেকে বন্দরের ইয়ার্ড ও টার্মিনালে কার্গো ও কনটেইনার পরিবহন শুরু হয়।বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘ঘূর্ণিঝড় ফণির বিপদ কেটে যাওয়ায় বন্দরের স্বাভাবিক কাযক্রম শুরু হয়েছে। ইয়ার্ড ও টার্মিনালে ইকুইপমেন্ট মুভমেন্ট শুরু হয়েছে। আমদানি পণ্য খালাস করা হচ্ছে। জেটিগুলোতে আবারও জাহাজ ভেড়ানো হয়েছে।’এর আগে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বুধবার বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়।

ঘূর্ণিঝড়ের কারণে বন্দরে ‘অ্যালার্ট-৩’ জারি ছিল। এ সময় দুর্ঘটনা এড়াতে বন্দরের সব জেটি থেকে জাহাজ বহির্নোঙরে এবং বন্দর চ্যানেলের সব নৌযান শাহ আমানত সেতুর পূর্বপাশে পাঠিয়ে দেয়া হয়েছিল।এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রাম উপকূলের বাসিন্দারা নিরাপদ আশ্রয় থেকে বিকালের দিকে বাড়ি ফেরা শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন