News71.com
 Bangladesh
 27 Jan 19, 12:21 PM
 983           
 0
 27 Jan 19, 12:21 PM

ঘুষের টাকা না পেয়ে লক্ষ্মীপুরে মহুরীকে মারধর॥অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঘুষের টাকা না পেয়ে লক্ষ্মীপুরে মহুরীকে মারধর॥অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে ঘুষের টাকা না পেয়ে আইনজীবী সহকারীকে (মুহরি) মারধরের অভিযোগ এনে পুলিশ কর্মকর্তা (ট্রাফিক বিভাগের টি আই) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রবিবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন ঘটনার শিকার মোহাম্মদ ইউছুফ আলী। আদালতের বিচারক মোহাম্মদ মনছুর উদ্দিন মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন বলে বাদীর আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ (বিপু) জানান। আদালত সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিকালে আইনজীবী সহকারি মোহাম্মদ ইউছুফ আদালত থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ইউছুফ লক্ষ্মীপুর ট্রাফিক বক্সের সামনে তার পরিচিত অটোরিক্সা চালক মোঃ শাহিনকে কান্না করতে দেখতে পান। পরে ওই চালক তাকে বলেন আমার অটোরিক্সাটি ট্রাফিক পুলিশ নিয়ে গেছে। এখন পুলিশ ২ হাজার টাকা চায়, আমার কাছে কোন টাকা নেই, আমাকে সহযোগিতা করেন। এমন পরিস্থিতিতে ইউছুফ টি আই মামুনের কাছে চালকের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, স্যার ছেলেটা খুব গরিব তার মা ভিক্ষা করে, সে অটোরিক্সা চালিয়ে ভাই-বোনের সংসার চালায়।

একথা বলার সঙ্গেই ক্ষিপ্ত হয়ে উঠে মামুন। এসময় ইউছুফকে কিল, ঘুষি, লাথি মারতে মারতে ট্রাফিক বক্সের বাইরে নিয়ে যায়। এক পর্যায়ে সে মাটিতে লুটে পড়ে ও রক্তাক্ত জখম হয়। এসময় মাথায় আঘাত পেয়ে কয়েকবার বমিও করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। টি আই মামুন এ ঘটনায় কেউ মামলা করলে ও স্বাক্ষী হলে তাদের মামলা দিয়ে সর্বশান্ত করে ফেলার হুমকি দেন বলেও আদালতে দায়ের করা মামলায় (সি আর ৫৫/১৯) অভিযোগ করা হয়। বাদীর আইনজীবী এ্যাড. আব্দুল্লাহ আল মাসুদ (বিপু) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক নিজেই মামলাটির তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে টি আই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে আনীত ঘুষ চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। হাইওয়ে রোডে নিষিদ্ধ অটোরিক্সা চলতে দেওয়া হবেনা এ লক্ষ্যে আমরা ট্রাফিক বিভাগ কাজ করছি।তাছাড়া সম্প্রতি লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনার পর পুলিশের অভিযান আরো জোরদার করা হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে অবৈধ সুবিধাভোগীরা সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন