News71.com
 Bangladesh
 07 Jan 19, 03:41 PM
 998           
 0
 07 Jan 19, 03:41 PM

উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে চসিক মেয়রের কড়া বার্তা।  

উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে চসিক মেয়রের কড়া বার্তা।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। অন্যথায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে নিয়ম মতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন। সোমবার দুপুরে চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চসিক জাইকা ও ঠিকাদারদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এ বার্তা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা,প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ,অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম,

জাইকার প্রজেক্ট ডাইরেক্টর অহিদুল ইসলাম,সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঠিকাদারগণ। বৈঠকে সিটি মেয়র বলেন, ঠিকাদারদের কাজ নেওয়ার প্রথম যোগ্যতা হলো কাজ করার সক্ষমতা থাকা। কাজের সক্ষমতা নেই এমন ঠিকাদারের কাজ নেওয়াই উচিত না। আমি ঠিকাদারের উদ্দেশ্যে বলব,আপনারা অতীতের ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। অতীতে কাজ নিয়ে বসে থেকে দিনের পর দিন অতিবাহিত করার যে প্রবণতা অনেকের মধ্যে ছিল,সে মানসিকতা এখন আর চলবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন