News71.com
 Bangladesh
 31 Oct 18, 07:46 AM
 1197           
 0
 31 Oct 18, 07:46 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “সি” ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “সি” ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার “সি” ইউনিটের (ব্যবসা অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট পাসের হার ৫৯ শতাংশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এই ফল প্রকাশ হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী দেখা যায়, সি ইউনিটে ৫১৬টি আসনের বিপরীতে আবেদন করেছিল ১১ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ হাজার ১৫৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে জানা যাবে। সি ইউনিটের পাস হওয়া শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ সাবজেক্টের তালিকা পূরণ করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন