News71.com
 Bangladesh
 26 Oct 18, 04:07 AM
 944           
 0
 26 Oct 18, 04:07 AM

প্রতিষ্ঠার পর এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ভাস্কর্য ‘জয় বাংলা’ স্থাপন    

প্রতিষ্ঠার পর এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ভাস্কর্য ‘জয় বাংলা’ স্থাপন      

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫১ বছর পর এই প্রথম মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য জয় বাংলা স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় এই ভাস্কর্যটি উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী সোহরাব জাহানের সৃষ্টি এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।ভাস্কর্য নির্মাণ কমিটির সমন্বয়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও সদস্য সচিব চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন। জানা যায়,১৫ থেকে ১৬ জন মুক্তিযোদ্ধার মূর্তির সমন্বয়ে এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। দুই স্তরের মধ্যে উপরে ৩ জন মুক্তিযোদ্ধা ও নিচে ১২ জন মুক্তিযোদ্ধাকে বসানো হয়েছে। ৩ মুক্তিযোদ্ধার হাতে শোভা পাচ্ছে বন্দুক। উপরের ভাস্কর্যটির উচ্চতা বেদি থেকে প্রায় ২০ ফুট। নিচেরটির উচ্চতা ১০ ফুট।


এছাড়াও লোহার অবকাঠামোর ওপর কংক্রিটের ঢালাইয়ে নির্মিত এই ভাস্কর্যের ওপরের অংশে লাল রঙ এবং নিচের ভাস্কর্যে সাদা রঙ ব্যবহার করা হয়েছে। যা ভাস্কর্য নির্মাণে ব্যয় ২০ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় নিজস্ব তহবিল থেকে ১০ লাখ ও বাকি ১০ লাখ টাকা ব্যক্তি অনুদান নেওয়া হয়। ভাস্কর্যটি নির্মাণে সহযোগিতা করেন মুজাহিদুর রহমান মূসা ও জয়াশীষ আচার্য। ভাস্কর্যটি উদ্বোধনের সময় চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন,অনেকদিন ধরে বিভিন্ন মহলের দাবি ছিল ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য নির্মাণ করা। আমাদেরও একটা দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ভাস্কর্য নিমার্নের,অবশেষে সাবেক কিছু শিক্ষার্থীর সহযোগিতায় এটি নিমার্ণ সম্ভব হয়েছে। উপাচার্য প্রফেসর আরো বলেন,মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে পবিত্রতম স্লোগান ছিল জয় বাংলা তাই এর নামকরণ করা হয়েছে জয়বাংলা। জয় বাংলা শুধুমাত্র একটি শ্লোগান নয়। অন্যায় অবিচার জুলুম নির্যাতনকে পদদলিত করে বীর বাঙালির মুক্তি ও স্বাধীনতা অর্জনের একটি সাহসী উচ্চারণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন