News71.com
 Bangladesh
 14 Oct 18, 05:41 AM
 1137           
 0
 14 Oct 18, 05:41 AM

চট্টগ্রামে অতিবর্ষন ॥ পাহাড় ও দেয়াল ধসে নিহত ৪  

চট্টগ্রামে অতিবর্ষন ॥ পাহাড় ও দেয়াল ধসে নিহত ৪   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের পৃথক স্থানে ভারী বর্ষণে পাহাড় ও দেয়াল ধসে চার জন নিহত হয়েছেন। নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় গতকাল শনিবার রাত ১টার দিকে দেয়াল ধসে নুরে আলম নান্টু (৩৫) নামে একজন নিহত হন। রাত আড়াইটার দিকে নগরের ৯ নং ওয়ার্ডের ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের মা নূর জাহান বেগম (৪৫), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা ও বিবি জোহরা (৭০) প্রাণ হারান। বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় বড় একটি গাছ শিকড় ভেঙে নিচে পড়ে যায়। এতে পাহাড়ের পাদদেশে থাকা কয়েকটি কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে দেয়াল।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর নুরে আলম নান্টু মারা যান বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া। এদিকে, ফিরোজশাহ কলোনিতে পাহাড় ধসের বিষয়ে ঘটনাস্থলে থাকা আকবরশাহ থানার এএসআই লুৎফুর রহমান বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন