News71.com
 Bangladesh
 08 Oct 18, 02:58 PM
 1229           
 0
 08 Oct 18, 02:58 PM

উত্তর মেঘনা নদীতে জাহাজ ডুবি॥ নিখোঁজ ২

উত্তর মেঘনা নদীতে জাহাজ ডুবি॥ নিখোঁজ ২

নিউজ ডেস্কঃ মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী এলাকায় একটি বালুর জাহাজের ধাক্কায় অপর বালুর জাহাজ ডুবে যায়। আজ সোমবার সকালে এ ঘটনায় ২জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া জাহাজটি এমভি ডরিন ঢাকার দিকে যাচ্ছিল। ধাক্কা দেয়া জাহাজ এমভি টাইগার ইস্ট বেঙ্গল ৭ ঢাকার দিক থেকে ফিরছিল। ডরিন ডুবে গেলেও টাইগার ইস্ট বেঙ্গল ৭ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ডুবে যাওয়া বালুর জাহাজ এমভি ডরিনের নিখোঁজ স্টাফরা হল নীলফামারী জেলার ডালিম ৩০,বরিশালের আব্দুল মালেক ৪৫। তীরে আসা ৪ স্টাফরা হল নোয়াখালীর বাবুল হোসেন ৪৫,ফারুক হোসেন ২২,হারুন ২৪ ও বরিশালের জয়নাল আবেদীন ৪৩।

তীরে আসা জাহাজের মাস্টার বাবুল হোসেন জানায়,আমারা ঠিকমতোই যাচ্ছিলাম। কিন্তু হঠাৎকরেই বিপরীত দিক থেকে আসা জাহাজ ‘এমভি টাইগার ইস্ট বেঙ্গল ৭ আমাদের জাহাজকে ধাক্কা দেয়। ওই জাহাজটি আমাদের জাহাজ থেকে অনেক বড় আকৃতির। মোহনপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সরেজমিনে গিয়ে ডুবে যাওয়া জাহাজের উদ্ধার হওয়া স্টাফদের খোঁজ খবর ও আহত ২ জনকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও সহকারী কমিশনার ভূমি শুভাষিশ ঘোষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন