News71.com
 Bangladesh
 18 Jul 18, 03:40 PM
 1140           
 0
 18 Jul 18, 03:40 PM

নোয়াখালীতে দুর্নীতি মামলায় সহকারি সেটেলম্যান্ট কর্মকর্তাসহ ৪ জন কারাগারে।।

নোয়াখালীতে দুর্নীতি মামলায় সহকারি সেটেলম্যান্ট কর্মকর্তাসহ ৪ জন কারাগারে।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুই মামলায় জামিন নামঞ্জুর করে সদরের সাবেক এক সহকারি সেটেলম্যান্ট কর্মকর্তাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ দুপুরে জেলা জজ আদালতের বিচারক সালাহ্ উদ্দিন আহমদ এ আদেশ দেন। আসামিরা হলেন, নোয়াখালী সদরের সহকারি সেটেলম্যান্ট কর্মকর্তা কবির আহমেদ, তার সহকারি এসএম খোরশেদ আলম, আশিস কুমার চাকমা ও মো. সামছুদ্দিন। আদালত সূত্র জানায়, ২০১৭ সালে রায় জালিয়াতির অভিযোগে সদর সহকারি সেটেল্যান্ট কর্মকর্তা কবির আহমদসহ ২ জনের বিরুদ্ধে ও সরকারি জমি ব্যক্তির নামে খতিয়ান করে দেওয়ার অভিযোগে কবিরসহ ১৬ জনকে আসামি করে পৃথক দুইটি মামলা করে দুদক। ওই মামলায় কবিরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়। কিন্তু তাদেরকে গ্রেফতার করা যায়নি।আজ বুধবার মামলা দুটিতে কবির আহমেদসহ চারজন জামিন নিতে আসলে আদালত আসামি ও বাদী পক্ষের শুনানী শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুদকের পিপি এডভোকেট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন