News71.com
 Bangladesh
 25 Jun 18, 02:19 AM
 1151           
 0
 25 Jun 18, 02:19 AM

চট্টগ্রামে দূষণ রোধে পেপার মিল বন্ধ ঘোষণা।।

চট্টগ্রামে দূষণ রোধে পেপার মিল বন্ধ ঘোষণা।।

নিউজ ডেস্কঃ হালদা নদীর মাত্রাতিরিক্ত দূষণ ঠেকাতে একটি পেপার ও বোর্ড মিল বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। আজ রবিবার পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক বন্ধের এ ঘোষণা দেন। পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে,নগরীর অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়কের ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস ১৯৯৪ সাল থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া ‍কারখানাটির অপরিশোধিত তরল বর্জ্যে হালদা দূষণের দায়ে বিভিন্ন সময় পরিবেশ অধিদফতর ৪৯ লাখ ৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ আদায় করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে গত ফেব্রুয়ারির মধ্যে অন্য কোনো শিল্পাঞ্চলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষ অন্যত্র স্থানান্তর না করে ইটিপি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সম্প্রতি পরিদর্শনে পরিবেশ অধিদফতর সেখানে ইটিপি না দেখে মিলটি বন্ধ ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন