News71.com
 Bangladesh
 15 Apr 18, 12:24 PM
 981           
 0
 15 Apr 18, 12:24 PM

বৈরী আবহাওয়ার কারণে সিঙ্গাপুর থেকে আসা ঢাকার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ।

বৈরী আবহাওয়ার কারণে সিঙ্গাপুর থেকে আসা ঢাকার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ।

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বিজি-০৮৫ ফ্লাইটটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ইউএস-বাংলারও একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। বিজি-০৮৫ ফ্লাইটটি গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় অবতরণের পর বিজি-০২১ হয়ে রাত ৯টা ৪৫ মাস্কাটে যাওয়ার কথা থাকলেও সেটি যেতে এক ঘণ্টা দেরি হয়। এর মধ্যে একটি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইটও ছিল বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুর কবির।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিজি-০৮৫ ফ্লাইটি সন্ধ্যা ৬টায় ঢাকায় অবতরণের কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ঢাকার সিগনাল পেয়ে রাত সোয়া ৮টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ জানিয়ছে, রাত সোয়া ৯টায় বিজি-০৮৫ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। এবং রাত ১০টা ৪৫ মিনিটে বিজি-০২১ হয়ে মাস্কাটের উদ্দেশে শাহজালাল থেকে উড্ডয়ন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন