Bangladesh
 15 Mar 18, 01:25 AM
 294             0

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ ।। নিহত ১ আহত ৫

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ ।। নিহত ১ আহত ৫

নিউজ ডেস্কঃ বান্দরবানের আলীকদমের মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাওয়াই ম্রো (৪৫) নামে একজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ৪ ছেলে-মেয়ে।গতকাল বুধবার উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম রালাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।তবে তাদের উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে কুরুক পাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়। বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে তারা মিয়ানমার চলে যাচ্ছিল।এই সময় সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একজন নিহত হন এবং আহত হন চারজন।নিহত ও আহতরা একই পরিবারের সদস্য।আহতদের উদ্ধার করে কুরুকপাতা সেনাবাহিনী ক্যাম্পে চিকিৎসা দেয়া হচ্ছে।সেক্টর কমান্ডার আরো জানান, একটি দালাল চক্রের প্রলোভনে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমারে চলে যাওয়ার চেষ্টা করছে বেশ কিছু পরিবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')