News71.com
 Bangladesh
 24 Feb 18, 11:56 AM
 1006           
 0
 24 Feb 18, 11:56 AM

চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার।

চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারকৃতরা গত ২১ ফেব্রুয়ারি ব্রিটিশ নাগরিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।আজ শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।আজ ভোরে টাইগার পাস মামা ভাগিনা মাজার এলাকায় তিনটি অটো রিকশাকে দাঁড়িয়ে থাকতে দেখে গোয়েন্দা পুলিশের টহল দলের সন্দেহ হয়।পুলিশ এগিয়ে গেলে দুটি অটো রিকশা পালিয়ে গেলেও একটি ধরা পড়ে।ওই অটো রিকশা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও পেছন থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মীর্জা সায়েম মাহমুদ সাংবাদিকদের জানান, গত ২১ ফেব্রুয়ারি জাকির হোসেন রোডে ব্রিটিশ নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সাথে তারা সম্পৃক্ত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন