News71.com
 Bangladesh
 23 Feb 18, 11:44 AM
 1004           
 0
 23 Feb 18, 11:44 AM

ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষকসহ গ্রেফতার দুই জন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষকসহ গ্রেফতার দুই জন।

 

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষকসহ পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।আজ শুক্রবার বিকালে সরাইল উপজেলার কোট্টাপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকার রিপন চৌধুরী (৪৫) এবং একই উপজেলার ফতেপুর গ্রামের খাইরুল বাসার (৩০)।

 

র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সদস্য একটি বিরল প্রজাতির তক্ষক ১০ লাখ টাকায় বেচাকেনা করছিল।এমন খবর পেয়ে র্যাব সদস্যরা তাদের হাতেনাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন