News71.com
 Bangladesh
 22 Feb 18, 11:11 AM
 1015           
 0
 22 Feb 18, 11:11 AM

১২ গুণীজনকে একুশে সম্মাননা স্মারক পদক দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।  

১২ গুণীজনকে একুশে সম্মাননা স্মারক পদক দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।   

নিউজ ডেস্কঃ ১২ গুণীজনকে এ বছর একুশে সম্মাননা স্মারক পদক দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ পদক দেয়া হচ্ছে তাদের।আগামী ২৪ ফেব্রুয়ারি গুণীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেয়া হবে। চট্টগ্রামের মুসলিম হলে একুশের বইমেলা মঞ্চে অনুষ্ঠানের মাধ্যমে পদক তুলে দেয়া হবে।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


১২ গুণীজন যাদের সম্মাননা দেয়া হচ্ছে-সমাজসেবায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সদ্যপ্রয়াত সাংবাদিক নূর মোহাম্মদ রফিক, ভাষা আন্দোলনে কৃষ্ণ গোপাল সেন, শিক্ষায় অধ্যক্ষ শামসুদ্দিন মুহাম্মদ ইসহাক (মরণোত্তর), সাংবাদিকতায় মুক্তিযোদ্ধা পঙ্কজ কুমার দস্তিদার, গবেষণায় মুহাম্মদ শামসুল হক, ক্রীড়ায় ইউসুফ গণি চৌধুরী (মরণোত্তর), সঙ্গীতে সৌরিন্দ্র লাল দাশগুপ্ত ও কবিগানে কবিয়াল কল্পতরু ভট্টাচার্য।এ ছাড়া সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনজনকে সাহিত্য পুরস্কারও প্রদান করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন