News71.com
 Bangladesh
 13 Dec 17, 11:28 AM
 1272           
 0
 13 Dec 17, 11:28 AM

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে প্রয়োজন অতিরিক্ত ত্রান ।। অপচয়রে আশঙ্কা

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে প্রয়োজন অতিরিক্ত ত্রান ।। অপচয়রে আশঙ্কা

নিউজ ডেস্ক : রোহিঙ্গারা প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ খাদ্যসামগ্রী জমা করে রাখছে। এমন ভাবে চললে তাদের দেওয়া সব খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আগামী এক সপ্তাহ ত্রাণ বিতরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ত্রাণ অপচয় রোধে গতকাল মঙ্গলবার থেকে সাত দিন ত্রাণ বিতরণ বন্ধ রাখার জন্য একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়,বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মধ্যে প্রায় বেশিরভাগ এনজিও ত্রাণ হিসেবে খাদ্য বিতরণ করছে। ফলে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ খাদ্যসামগ্রী এবং নন-ফুড আইটেম রোহিঙ্গাদের দ্বারা সংরক্ষিত হচ্ছে এবং অপচয় হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এ কারণে আগামী এক সপ্তাহ ত্রাণ বিতরণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার,পুলিশ সুপার,সিভিল সার্জন,জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উখিয়া ও টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্ট এনজিওগুলোকে ওই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। পরে পুনরায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হবে জানান জেলা প্রশাসক মো. আলী হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন