News71.com
 Bangladesh
 20 Jul 17, 02:10 AM
 1164           
 0
 20 Jul 17, 02:10 AM

লক্ষ্মীপুরের রায়পুরে ৫ বছর ধরে সেটেলমেন্ট অফিস বন্ধ।।    

লক্ষ্মীপুরের রায়পুরে ৫ বছর ধরে সেটেলমেন্ট অফিস বন্ধ।।      

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সহকারী সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী ও পেশকার,সার্ভেয়ারসহ ৯ কর্মকর্তা-কর্মচারি রয়েছে। এদের মধ্যে গত প্রায় পাঁচ বছর ধরে অফিসে আসেনি কেউ। তবে মাঝে মাঝে চাকরি থেকে অবসরপ্রাপ্ত সাবেক পিয়ন মো. কামাল হোসেন অফিসে থাকেন,বাকিরা প্রতি মাসে একদিন অফিসে এসে সরকারের কাছ থেকে নিয়মিত বেতন-ভাতা তুলে নিচ্ছেন ঠিকই। সেবার নামে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগীরা সেটেলমেন্ট অফিসের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ ও অফিসের শতভাগ কার্যক্রমের দাবি জানিয়েছেন। তবে কর্মকর্তা-কর্মচারিদের দাবি,এ অফিসে কোন কাজ না থাকায় সবাইকে ডেপুটেশনে অন্য স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে,উপজেলার জমি কেনাবেচার ক্ষেত্রে পর্চা,নকশাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র সেটেলমেন্ট অফিস থেকে সংগ্রহ করতে হতো। এজন্য মানুষের হয়রানি কমাতে সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে সহকারী সেটেলমেন্ট অফিসে দুইজন কর্মকর্তাসহ মোট নয়জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এ অফিসের মূল দায়িত্বে থাকা সঞ্চলয় তালুকদার বর্তমানে রয়েছেন সিলেটে। তাই লক্ষ্মীপুর অফিসের কর্মকর্তা শামছুল আলম চৌধুরীকে রায়পুর সহকারী সেটেলমেন্ট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে,এদের মধ্যে কেউই গত ৫ বছর ধরে অফিসে আসেনি। সাধারণ মানুষ অফিসে এসে কোন প্রকার সুযোগ সুবিধা না পেয়ে ফিরে যাচ্ছেন প্রতিনিয়ত। সরেজমিন ঘুরে দেখা গেছে,সেটেলমেন্ট অফিসের সব কক্ষই বন্ধ থাকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন,এ দফতরটি আমাদের অধীনে নয়,তাই তদারকি করতে পারি না। আমার অফিসের সামনে সেটেলমেন্ট অফিসটি হলেও তাদের মতো করে কার্যক্রম চালাচ্ছে। তারপরও সাধারণ মানুষের হয়রানি কমাতে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে সরকারী অফিস বন্ধ থাকার কোন নিয়ম নেই বলেও মন্তব্য করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন