News71.com
 Bangladesh
 23 Sep 24, 09:25 AM
 51           
 0
 23 Sep 24, 09:25 AM

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার॥

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার॥

 

নিউজ ডেস্কঃ রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।রাঙামাটি জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রহিম উদ্দিন আকাশ জানিয়েছেন, আজ জেলা প্রশাসকের সঙ্গে রাঙামাটির পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন