নিউজ ডেস্কঃ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস তুলে নেওয়ার দ্বিতীয় দিনে শেয়ারবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সেই সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে সূচকও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪২ কোটি টাকা। গত ছয় মাসের মধ্যে ডিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ১৮ জুলাই ডিএসইতে ১ হাজার ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।
শেয়ারবাজারের পতন ঠেকাতে ২০২২ সালের ২৮ জুলাই সর্বশেষ দফায় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। গত রোববার ৩৫টি কোম্পানি বাদে বাকি সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ওপর থেকে বেঁধে দেওয়া এ দাম তুলে নেওয়া হয়। তাতে রোববার ডিএসইর প্রধান সূচকটি ৯৬ পয়েন্ট পড়ে গিয়েছিল। কিন্তু ফ্লোর প্রাইস তুলে নেওয়ার দ্বিতীয় দিনে এসে সূচক ঘুরে দাঁড়ায়। ডিএসইএক্স সূচকটি গতকাল ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।