News71.com
 Business
 30 Apr 24, 10:31 AM
 140           
 0
 30 Apr 24, 10:31 AM

নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগেও ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ার বাজার॥

নিয়ন্ত্রক সংস্থার নানা উদ্যোগেও ঘুরে দাঁড়াতে পারছে না শেয়ার বাজার॥


নিউজ ডেস্কঃ ঘুরে দাঁড়াতে পারছে না দেশের শেয়ার বাজার। এক দিন সূচক বাড়লেই পরদিনই আবার কমছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো উদ্যোগই যেন সূচকের পতন ঠেকাতে পারছে না। গতকাল সোমবারও মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। দরপতন রোধে গত বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা শেয়ারের দর কমার সীমা বেঁধে দিলে তা প্রভাব ফেলেনি। পরদিন বৃহস্পতিবার বড় দরপতন হয়। এরপর গত রবিবার বিএসইসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগের সংবাদে বাজার ঘুরে দাঁড়ালেও গতকালই আবার বড় পতন হয়েছে। সব মিলিয়ে ঈদের পর গত ১০ কার্যদিবসের মধ্যে ৯ কার্যদিবসেই সূচক কমেছে।

বাজারসংশ্লিষ্টরা বলেছেন, দেশের শেয়ার বাজারের বড় সমস্যা আস্থার সংকট। এছাড়া ব্যাংকে সুদের হার বাড়ায় অনেক বিনিয়োগকারী শেয়ার বাজার ছেড়ে ব্যাংকে টাকা রাখছেন। শেয়ার বাজারে ভালো কোম্পানির অভাব রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেছেন, গত এক দশকে দেশের শেয়ার বাজারে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে, তার অধিকাংশই পরে লোকসানী কোম্পানিতে পরিণত হয়েছে। এর মধ্যে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। এসব কোম্পানিতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে নিঃস্ব হয়ে গেছেন। সংশ্লিষ্টরা শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানা অনিয়ম রোধে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন