নিউজ ডেস্কঃ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঐক্যমত হয়েছে বাংলাদেশ-থাইল্যান্ড। কূটনৈতিক সম্পর্কের সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা শীর্ষক একটি সেমিনারে এই ঐক্যমত হয়েছে উভয় পক্ষ।পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি সরান চারেনসোয়ান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মালেকা পারভীন। সরান চারেনসোয়ান তার বক্তব্যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন মডেলের আওতায় দুই দেশের মধ্যে আরও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। মালেকা পারভীন তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দেশ, যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও বেশি যোগাযোগ স্থাপনের গুরুত্বারোপ করে তিনি বলেন, এই সেমিনারের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উভয় দেশের সরকার প্রদত্ত সেক্টর ভিত্তিক সুবিধাদি ও সম্ভাবনা সম্পর্কে আরও নিবিড়ভাবে জানার সুযোগ সৃষ্টি হবে।