News71.com
 Business
 10 Sep 22, 11:03 PM
 444           
 0
 10 Sep 22, 11:03 PM

বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগে আগ্রহী ভারত।।

বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগে আগ্রহী ভারত।।

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে ভারত। দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। এছাড়া, আদানি গ্রুপ বাংলাদেশে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রংপুরে দু’দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোড়ের নিজ বাসভবনে  ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় দেশটির ব্যবসায়ীরা তার সঙ্গে দেখা করে এই বিনিয়োগের প্রস্তাব দেন এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী ভারতের ব্যবসায়ীদের সব কথা শুনেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নিজ দেশের এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করা যায় তিস্তার পানি চুক্তি হতে আর বেশি সময় লাগবে না। ভোজ্য তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে না। ডলারের দামের সঙ্গে বিশ্ব বাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন