News71.com
 Business
 14 Jan 21, 07:23 PM
 806           
 0
 14 Jan 21, 07:23 PM

হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে তুরস্কের আ্যাপ ‘বিআইপি’তে যোগদানের হিড়িক॥

হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে তুরস্কের আ্যাপ ‘বিআইপি’তে যোগদানের হিড়িক॥

প্রযুক্তি ডেস্কঃ বিশ্বব্যাপী তুরস্কের অ্যাপ বিআইপিতে যোগদানের হিড়িক চলছে। আমেরিকান প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের এই অ্যাপে প্রতিদিন প্রায় ২০ লাখ করে ব্যবহারকারী বাড়ছে। জানা গেছে, নিরাপদভাবে বার্তা আদান-প্রদানকারী অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ‘তুর্কসেল’। ২০১৩ সালে চালু হওয়া বিআইপি গত কয়েক বছরের ব্যবধানে ১৯২টি দেশে বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করে।

তুর্কসেলের মহাব্যবস্থাপক জানান, গত শুক্রবার থেকে ৬৪ লাখ ব্যবহারকারী হোয়াটঅ্যাপস ছেড়ে বিআইপিতে যোগদান করেছেন। বর্তমান পরিবেশে বিআইপি নিরাপদ স্থান হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা টেলিগ্রামের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছি। উল্লেখ্য, অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের মেসেঞ্জারে চ্যাটসহ ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায় বিআইপিতে। বর্তমানে এই অ্যাপে পাঁচ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে বিশ্বব্যাপী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন