News71.com
 Business
 26 Jan 16, 04:50 AM
 1272           
 0
 26 Jan 16, 04:50 AM

প্রথমবারের মতো অ্যাপেল উৎপাদিত আইফোনের দর পতন।। আপাতত মন্দা কাটছে না

প্রথমবারের মতো অ্যাপেল উৎপাদিত আইফোনের দর পতন।। আপাতত মন্দা কাটছে না

নিউজ ডেস্ক : অ্যাপলের উৎপাদিত আইফোনের ৯ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো বাজার দর ১০০ ডলারেরও নিচে নেমে আসে। ফলে আইফোনের 'ইয়ার-অন-ইয়ার' বিক্রি হ্রাসের আশংকা করছেন বিশ্লেষকরা। ২০০৭ সালে প্রথম বাজারে আসে আইফোন। তার পর থেকে একে একে কেটে গেছে ৯ বছর। প্রতিবছর আইফোন বাজারে ছেড়েছে নিত্য নতুন প্রযুক্তি সম্বলিত হ্যান্ডসেট। সাধারণত বিত্তবানরা ব্যবহার করে থাকে অ্যাপলের এই স্মার্ট ফোন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালের অক্টোবর থেকে অ্যাপেলের মোট আয়ের ৬৩ শতাংশ আসে স্মার্টফোন থেকে। ২০১৫ সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে আইফোনের জন্য অনলাইনে সার্চ করার সংখ্যা প্রায় ২০ শতাংশ কমে যায়। আর সেই বছরের মে-তে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বেশি শেয়ার পড়ে যায়। সে সময় প্রতিষ্ঠানটির শেয়ার ২৭.৩ শতাংশ পড়ে গিয়েছিল।

গ্রাহকদের কাছে বর্তমানে বাজারে প্রচলিত আইফোন ৬,আইফোন ৬প্লাস ও আইফোন ৬এস। তবে আইফোন ৬ ও আইফোন ৬প্লাস জনপ্রিয় হলেও আইফোন ৬এস মডেলের হ্যান্ডসেটের খুব একটা চাহিদা নেই। আর চলতি বছর মাঝামাঝি সময়ের পরে আইফোন ৭ আনা হলেও এই মন্দা খুব একটা কাটিয়ে উঠা সম্ভব হবে না বলে মনে করছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন