News71.com
 Business
 08 Jun 17, 09:47 PM
 1490           
 0
 08 Jun 17, 09:47 PM

আগের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে বাংলাদেশে এফডিআই।।  

আগের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে বাংলাদেশে এফডিআই।।   

নিউজ ডেস্কঃ আগের বছরের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ২০১৬ সালে এফডিআই এসেছে ২৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। স্বাধীনতার পর দেশে এটিই সর্বোচ্চ পরিমাণ এফডিআই। ২০১৫ সালে এফডিআইয়ের পরিমাণ ছিল ২২৩ কোটি ৫৪ লাখ ডলার। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ প্রতিবেদন প্রকাশ করে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী চেয়ারম্যান আহসান এইচ মনসুর প্রতিবেদনটি উপস্থাপন করেন। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়নের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ,বাংলাদেশ ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সেলিমা আহমেদ বক্তব্য রাখেন। কাজী আমিনুল ইসলাম বলেন,পৃথিবী ব্যাপী যেখানে এফডিআই হ্রাস পেয়েছে,সেখানে বাংলাদেশ এফডিআই আহরণে ভাল করেছে। বৈশ্বিক পর্যায়ে উন্নয়নশীল দেশগুলোতে ২০১৬ সালে এফডিআই প্রায় ১৪ শতাংশ কমেছে। এ সময় বাংলাদেশ ৪ দশমিক ৪ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন