business
 25 May 17, 04:58 PM
 607             0

পুঁজিবাজারে আসতে মডার্ন স্টিল মিলসের চুক্তি স্বাক্ষর।।  

পুঁজিবাজারে আসতে মডার্ন স্টিল মিলসের চুক্তি স্বাক্ষর।।   

নিউজ ডেস্কঃ বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে চুক্তি সাক্ষর করেছে মডার্ন স্টিল মিলস। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড-এর হাত ধরে বাজারে আসবে প্রতিষ্ঠানটি। এতে রেজিস্ট্রার টু দ্যা ইস্যুর দায়িত্ব পালন করবে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। গতকাল বুধবার আইসিবি কার্যালয়ে এ সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মডার্ন স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও আইসিবির মহাব্যবস্থাপক কামাল হোসেন চৌধুরী এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা খন্দকার কায়েস হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতনপুর গ্রুপের চেয়ারম্যান মাকছুদুর রহমান ও লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন মডার্ন স্টিল মিলসের সচিব মো. জাফর ইমাম,আইসিবি ক্যাপিটালের পরিচালক রফিকুল ইসলাম, ডিজিএম সোহেল রানা,ডেপুটি সিইও জাহাঙ্গীর আলম,এক্সিকিউটিভ অফিসার ফজলুল হক,লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান পরিচালক কর্মকর্তা হাছান জাভেদ চৌধুরী,হেড অব প্রাইমারি মার্কেট অপারেশন ইফতেখার আলম প্রমুখ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')