News71.com
 Business
 28 Mar 17, 06:43 PM
 960           
 0
 28 Mar 17, 06:43 PM

দু’দিন পর পুজিবাজারে সূচকের আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা

দু’দিন পর পুজিবাজারে সূচকের আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা

 

নিউজ ডেস্ক : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের দাপটে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের পুঁজিবাজার। মঙ্গলবার (২৮ মার্চ) এতে টানা দুই কার্যদিবস পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে উভয় বাজারে সূচক ও লেনদেন বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট।

এর আগে গত ২৩ মার্চ ও নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৭ মার্চ) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের ওপর ভর করেই পুঁজিবাজারে উত্থান হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ব্যাংক খাতের তালিকাভুক্ত ৩০ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪ টির, কমেছে ৪ টির আর অপরিবর্তত রয়েছে ২ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে লেনদেনের শীর্ষে স্থানে উঠে এসেছে ব্যাংকিং খাত।

ডিএসইর মোট লেনদেনের ২৭ দশমিক ৩৯ শতাংশ অবদান ছিলো এ খাতের। টাকার অংকে ২৬৩ কোটি ২৭ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৬০ কোটি ৮২ লাখ টাকার।এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন এ খাতে ১৬৮ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হওয়া দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যা ডিএসই’র মোট লেনদেনের ১৭ দশমিক ৫৭ শতাংশ। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১১৭ কোটি টাকা।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২৯ কোটি ৬৮ লাখ ২ হাজার ২৪৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৯৫ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৭ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪০ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকার। এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৩৭ পয়েন্টে।

পাশাপাশি ডিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৫ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২০ টির, কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৬১২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৭ টাকার। তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৯ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৬৮৬ টাকা। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০২ টির, কমেছে ১২২ টির এবং ২৭ টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন