
নিউজ ডেস্কঃ গ্রীষ্মকালীন, পবিত্র মাহে রমজান, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতরের ৪৫ দিন ছুটি শেষে আজ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলে দিয়েছে কর্তৃপক্ষ ।
আজ সকাল ৯টায় আবাসিক হল গুলোও খুলে দেয়া হয়েছে বলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড.ইকবাল হোসাইন নিশ্চিত করেছেন। জানা গেছে, ক্যাম্পাসে একাডেমিক, প্রশাসনিক সকল কার্যক্রম যথারীতি শুরু হয়েছে ।
ক্যাম্পাসে ঈদের আনন্দ ও উচ্ছলতা নিয়ে ফিরছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। ক্যাম্পাসে এসে একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করছে ।