News71.com
 Bangladesh
 17 Jul 16, 03:00 PM
 393           
 0
 17 Jul 16, 03:00 PM

সাভারে তিতাসের সাফলাই লাইন ফেটে গ্যাস বের হচ্ছে ।। দুর্ঘটনার আশঙ্কা

সাভারে তিতাসের সাফলাই লাইন ফেটে গ্যাস বের হচ্ছে ।। দুর্ঘটনার আশঙ্কা

 

নিউজ ডেস্কঃ সাভারে একটি ডোবায় ভেকু দিয়ে ময়লা উঠানোর সময় তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে গেছে। এর ফলে ওই জায়গা দিয়ে তীব্র গতিতে গ্যাস বের হচ্ছে । আজ সকালে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ডগরমোড়া শিমুলতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। সকাল ৭ টায় পাইপ ফেটে যাওয়ার প্রায় ৪ ঘণ্টা পার হলেও তিতাসের কেউ লাইন মেরামত করতে যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক জন শ্রমিক আজ সকালে ভেকু দিয়ে ওই ডোবায় ময়লা উঠানোর কাজ করছিলেন । এসময় ভেকুর কারণে ওই  তিতাসের পাইপ লাইন ফেটে যায়। এতে তিতাসের সরবরাহ লাইন ফেটে তীব্র গতিতে গ্যাস বের হতে থাকে।

এদিকে ওই জায়গার আশেপাশে লাল নিশানা দিয়েছে শ্রমিকরা। স্থানীয়রা জানিয়েছে, ওই লাইনটি ফেটে যাওয়ার কারণে ওই এলাকায় কয়েকটি বাড়িতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ফেটে যাওয়া পাইপটি তাড়াতাড়ি মেরামত না করলে ওই এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সাভার তিতাস গ্যাস ডিষ্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানায়, ফেটে যাওয়া লাইনটি খুব তাড়াতাড়ি মেরামত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন