
নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের আশ্রয় দেয়ার অভিযোগে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াস উদ্দিন আহসানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, গতকাল শনিবার বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তি হলেন- গিয়াস উদ্দিনের ভাগনে আলম চৌধুরী এবং বসুন্ধরার ওই ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন।
পুলিশ বলেন, ওই ভবনেই গুলশানে হামলাকারী পাঁচ জঙ্গি আশ্রয় নিয়েছিলেন। উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ব্লক ই-এর ৩০১/এ প্লটের টেনেমেন্ট-৩ এর এ/৬ নম্বর ফ্ল্যাটে গুলশানে হামলাকারীরা মিলিত হয়েছিলেন। ওই বাসা থেকে বালুভর্তি কার্টন, জঙ্গিদের কাপড়সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।