News71.com
 Bangladesh
 17 Jul 16, 01:34 PM
 346           
 0
 17 Jul 16, 01:34 PM

বকশীগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ৩৫ জন আহত

বকশীগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ ৩৫ জন আহত

 

নিউজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে ৪ জন শিশুসহ কম পক্ষে ৩৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে ১৬ জুলাই শনিবার দুপুর পর্যন্ত অসুস্থ কুকুরটি ৩৫ জনকে কামড় দেয়। এই পাগল কুকুরের কামড়ের আতঙ্কে রয়েছে পাঁচ গ্রামের মানুষ।

স্থানীয় লোকজন বলেন, উপজেলার পাখিমারি গ্রামে মানিক মিয়া নামের এক বৃদ্ধকে প্রথমে কুকুর কামড় দেয়। এরপর কুকুরটি সওদাগরপাড়া, মিয়াপাড়া, সাজিমারা ও সর্দারপাড়া গ্রামে ৪ জন শিশুসহ কমপক্ষে ৩৫ জনকে কামড় দেয়। গুরুতর আহতরা হলেন রোজিনা আক্তার (৪), নুরনবী (৫), কাবিদ মিয়া (৫), নুসফা (১৪), গোলেছা বেগম (৩৫), হাবিবুর রহমান (৬০), আকরাম আলী (৪০), মুক্তা বেগম (৪০), আমেনা বেগম(৩৫)কে কামড়িয়ে আহত করে। আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মো.আসলাম হোসেন জানান কুকুরটি ধরার জন্য পুলিশ ও গ্রামবাসী বিভিন্ন স্থানে তল্লাশী করে যাচ্ছে। কিন্তু এখনও কুকুরটির সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান শুনেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন