News71.com
 Bangladesh
 17 Jul 16, 01:25 PM
 386           
 0
 17 Jul 16, 01:25 PM

কুমিল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কুমিল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

 

নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃত আনোয়ার হোসেন ওই উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর উত্তর পাড়া গ্রামের হারেজ মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ বলেন, উপজেলার ছায়কোট গ্রামের এক প্রতিবন্ধী কিশোরী (১৪) গত বৃহস্পতিবার খালার বাড়ি শ্রীমন্তপুরে বেড়াতে যায়। খালার বাড়িতে এক বিবাহের অনুষ্ঠান চলাকালীন অনুমানিক রাত ৯টার দিকে পাশ্ববর্তী হারেজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন তাকে প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

এক পর্যায়ে প্রতিবন্ধী কিশোরী অচেতন হয়ে পড়লে ধর্ষক আনোয়ার মেয়েটিকে ঘরে রেখে পালিয়ে যায়। তারপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা ভাল না হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসি রসুল আহমেদ নিজামী বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ওই মেয়েটির পরিবার। ওই মামলার প্রেক্ষিতে ধর্ষক আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন