News71.com
 Bangladesh
 17 Jul 16, 01:07 PM
 362           
 0
 17 Jul 16, 01:07 PM

মানবতা বিরোধী অপরাধ : জামালপুরের ৮ আসামির রায় সোমবার

মানবতা বিরোধী অপরাধ : জামালপুরের ৮ আসামির রায় সোমবার

নিউজ ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামালপুরের ৮ জন আসামির রায় সোমবার ঘোষণা করা হবে। আজ রবিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।

এই ৮ জন আসামিরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন, মো. আবুল হাশেম, অ্যাডভোকেট মো. শামসুল হক এবং এস এম ইউসুফ আলী।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেছেন, মামলাটি আজ কার্যতালিকায় এলে বিচারক রায় ঘোষণার দিন ঠিক করে দেন। আর এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৯ জুন আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।

আসামিদের মধ্যে শামসুল হক ও এস এম ইউসুফ কারাগারে আছে। বাকি ৬ জন পলাতক রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে এই ৮ জন আসামির বিরুদ্ধে। গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই ৮ জনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন