News71.com
 Bangladesh
 17 Jul 16, 01:34 AM
 454           
 0
 17 Jul 16, 01:34 AM

আজ গনভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ গনভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বিকেল ৪ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি । আসেম সম্মেলন থেকে দেশে ফিরে এ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী ।

গতকাল রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ৩দিনের মঙ্গোলিয়া সফর ও সেখানে ‘এশিয়া-ইউরোপ মিটিং’য়ে (আসেম) অংশগ্রহণ এবং সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক নিয়ে এ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী ।

উল্লেখ্য আসেমে অংশ নিতে গত ১৪ই জুলাই ৩দিনের সরকারি সফরে মঙ্গোলিয়ার উলানবাটরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে গতকাল শনিবার বিকেলে দেশের উদ্দেশে উলানবাটর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এবং এদিন সন্ধ্যার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন