
নিউজ ডেস্ক: নাটোরে গত দুই বছরে ৪৪ জন নিখোঁজ হয়েছে। জেলার ৭ টি থানার মধ্যে নাটোর সদর উপজেলায় ২১ জন, লালপুরে ১৪ জন, নলডাঙ্গায় ৬ জন এবং সিংড়ায় ৩ জন নিখোঁজ রয়েছেন।
এই ব্যাপারে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, বিগত ২০১৫ এবং চলতি ২০১৬ সালে জেলার ৪টি উপজেলার নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। এখন বড়াইগ্রাম, বাগাতিপাড়া ও গুরুদাসপুর উপজেলার নিখোঁজদের তালিকা তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, হারিয়ে গেলে বা নিখোঁজ হলে সাধারণত পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়। নিখোঁজ এই ৪৪ জনের মধ্যে ২৮ জনের নামে জিডি করা হয়েছে। নাটোর এবং লালপুর উপজেলার মোট ১৬ জন নিখোঁজ হওয়ার পরেও তাদের পরিবারের পক্ষ থেকে কোনো জিডি করা হয়নি। পুলিশ বিভাগই তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি খুঁজে বের করে তালিকাভুক্ত করেছে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের বয়স ভিন্ন ভিন্ন হলেও ১৫ থেকে ২৫ বছর বয়সী নিখোঁজ ব্যক্তির সংখ্যা ২০ জন। এদের প্রত্যেকের ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে তারা কেন এবং কী কারণে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছেন। তারা কোথায় থাকতে পারে পুলিশ বিভাগ তা দেখছে।
তিনি আরও বলেন, এদের মধ্যে কারো জঙ্গিসংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি,