
নিউজ ডেস্ক: 'জাতীয় ঐক্য গড়ার স্বার্থে বিএনপি জামায়াতকে ছাড়বে কিনা'- সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'প্রকৃতপক্ষে, জঙ্গিবাদ মোকাবেলায় আমরা জাতীয় ঐক্যের কথা বলছি। এটাকে অল্টারনেটিভ (বিকল্প) করার চেষ্টা করছেন কেন? কিন্তু সেখানে আলোচনা যখন শুরু হবে, তখন এটা দেখা যাবে, যখন দলের যে সিদ্ধান্ত হবে, সেটা হবে।'
নজরুল ইসলাম আজ শনিবার দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এই সময় ওই প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, 'রাজাকার- স্বৈরাচারের সঙ্গে যখন সরকার গঠন হয়, এটা নিয়ে তখন আপনারা প্রশ্ন করেন না কেন?'
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেন, দেশের এই চরম বিপদের মুহূর্তে একমাত্র জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদ-উগ্রবাদ নির্মূল করে দেশের ভাবমূর্তি এবং জনমনে স্বস্তি-শান্তি ফিরিয়ে এনে তাদের জানমালের নিরাপত্তা বিধান এখন সময়ের দাবি।
তিনি এই ক্রান্তিকালে মহান মুক্তিযুদ্ধের মতো সকলের ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরী উল্লেখ করে বলেন, 'কিন্তু সরকার তা না করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাদের দলের বিরুদ্ধে উদ্ভট ও যুক্তিহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত রেখে প্রকৃতপক্ষে সন্ত্রাস ও উগ্রবাদের পক্ষে অবস্থান নিয়েছে।'
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।