News71.com
 Bangladesh
 16 Jul 16, 10:08 PM
 379           
 0
 16 Jul 16, 10:08 PM

'জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে'।। জাপা চেয়ারম্যান

'জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে'।। জাপা চেয়ারম্যান

 

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে। আমরা রক্তের নয়, শান্তির বৃষ্টিতে ভিজতে চাই। আমরা কোথায় যাচ্ছি, এর শেষ কোথায়! এর চেয়ে লজ্জার কী হতে পারে! তাই আসুন, সবাই মিলে এই সন্ত্রাসবাদ প্রতিহত করি’।

আজ শনিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ‘সন্ত্রাসের বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমার শাসনামলে এমন হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। তাই দেশে শান্তি ফিরিয়ে আনতে এখন দরকার জাতীয় পার্টির সরকার। আমরা ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে’। যতোদিন শান্তি ফিরে আসবে না, ততোদিন সমাবেশ চলবে বলেও মত প্রকাশ করেন তিনি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ও সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন