News71.com
 Bangladesh
 16 Jul 16, 09:11 PM
 383           
 0
 16 Jul 16, 09:11 PM

লক্ষ্মীপুরে টর্নেডোতে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

লক্ষ্মীপুরে টর্নেডোতে ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

 

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি ও স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় অর্ধ-শতাধিক গাছপালা উপড়ে পড়ে।

এ ছাড়াও আতঙ্কে আহত হয়েছেন নারীসহ ৫জন। আজ বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর, পূর্ব নন্দনপুর গ্রাম এবং লক্ষ্মীপুর পৌরসভার ১৪নম্বর ওয়ার্ডের সাবেক ওয়াপদা অফিস এলাকার ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়।

স্থানীয়রা জানান, টর্নেডোর সময় ভয়ে পূর্ব নন্দনপুর গ্রামের স্কুল ছাত্রী মরিয়ম, লাকী আক্তার, সিএনজিচালিত অটোরিকশাচালক ফারুক হোসেনসহ ৫জন আহত হয়। তাদের মধ্যে চিকিৎসার জন্য মরিয়ম আক্তারকে অচেতন অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সময় দালাল বাজার পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর ভেঙ্গে পড়ে। এ ছাড়াও সামনের সড়কের পাশের খালে একটি মালবাহী পিকআপ ভ্যান পড়ে যায়।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম জানান, টর্নেডোর আঘাতে ১৬টি ঘরবাড়ি ও বেশ কিছু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এ সময় ছোট-বড় গাছ উপড়ে পড়েছে ও কয়েকজন আহত হয়। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহযোগিতা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন