News71.com
 Bangladesh
 16 Jul 16, 01:49 PM
 368           
 0
 16 Jul 16, 01:49 PM

আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ।।

আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ।।

নিউজ ডেস্কঃ দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের মজনু ও ইলিয়াস বাহিনীর ১১ সদস্যের বিরুদ্ধে খুলনার দাকোপ থানায় ২টি মামলা হয়েছে । গতকাল রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) উপ সহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ২টি দায়ের করেন। আজ দুপুরের পর আত্মসমর্পণ করা দস্যুদের খুলনার বিচারিক হাকিম আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে ।

খুলনার দাকোপ থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, আত্মসমর্পণ করা ১১ দস্যুকে গতকাল রাতে দাকোপ থানায় হস্তান্তর করে র্যাব। তাদের জমা দেওয়া ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ২০ রাউন্ড গুলি থানায় জমা দিয়ে র্যাবের পক্ষ থেকে ২টি মামলা করা হয়েছে ।

আজ দুপুরে বাগেরহাটের মংলা বন্দরের বিএফডিসি (ফুয়েল) জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গুলি তুলে দিয়ে আত্মসমর্পণ করেন ওই ১১ দস্যু। এর আগে গত ৩১ই মে আত্মসমর্পণ করেন সুন্দরবনের আরেক দস্যুদল মাস্টার বাহিনীর ১০ সদস্য। তারা বর্তমানে বাগেরহাট করাগারে রয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন