
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে বাজেট ও শ্রম-অভিবাসন গোলটেবিল বৈঠক শুরু হয়েছে । আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ।
জনশক্তি, কর্মসংস্থান, ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. নুরুল ইসলাম, আয়োজক সংগঠনের পরিচালক ড. এসএম মোর্শেদ, ন্যাশনার ডিবেট ফেডারেশনের মোস্তাফিজুর রহমান খান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বৈঠকে বক্তব্য দেন ।